পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

গৌরীপুরের দশহরা উপলক্ষ্যে মনসা পুজো পড়ল ১৫৫ বছরে, আজ অন্নকূট

May 31, 2023 | < 1 min read

এদিন সকাল থেকেই ওই গ্রামে ভক্তদের ঢল নেমেছিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জৈষ্ঠ্যের শুক্ল দশমী উপলক্ষ্যে মনসা ও গঙ্গা পুজো পালিত হয় বিভিন্ন জায়গায়। শাস্ত্র মতে, দশহরা পূর্ণ তিথি। গতকাল অর্থাৎ মঙ্গলবার দশহরা উপলক্ষ্যে, উলুবেড়িয়ার গৌরীপুরে মনসাতলায় মনসা ও শীতলা পুজো অনুষ্ঠিত হল। এ বছর ১৫৫ বছরে পড়ল পুজো।

এদিন সকাল থেকেই ওই গ্রামে ভক্তদের ঢল নেমেছিল। মন্দির চত্বরে উপচে পড়েছিল পুন্যার্থীদের ভিড়। দশহরা উপলক্ষ্যে চণ্ডীপাঠ, যজ্ঞের আয়োজনও ছিল। মা মনসা ও মা শীতলার গান হয়। আজ, বুধবার প্রায় পাঁচ হাজার মানুষের অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Uluberia, #ma manasa

আরো দেখুন