ফের বাড়ল মেট্রোর স্মার্টকার্ডের দাম, ঘুরপথে বাড়ান হল ভাড়া অভিযোগ যাত্রীদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল আম জনতা। এরই মধ্যে ফের বাড়ল মেট্রোর স্মার্ট কার্ডের দাম। অল্প সময়ের মধ্যেই দুই দফায় মেট্রোর স্মার্ট কার্ডের দাম দেড়গুণ বৃদ্ধি করল ভারতীয় রেল। একে ঘুরপথে ভাড়া বাড়ানো হিসেবেই দেখছেনযাত্রীরা।
করোনা কালে টোকেন বন্ধ করেছিল মেট্রো। সে সময়ে মেট্রোয় ওঠার জন্য ১০০ টাকার স্মার্ট কার্ড কিনতে বাধ্য হয়েছিলেন যাত্রীরা। ১০০ টাকার ৬০ টাকা সিকিওরিটি ডিপোজিট হিসেবে জমা থাকত মেট্রোর তহবিলে। ৪৪ টাকায় অর্থাৎ ৪০ টাকার উপর ১০ শতাংশ বোনাসসহ মেট্রো রাইড করার সুযোগ পেতেন যাত্রীরা। ২০২১-এর নভেম্বরে করোনার মধ্যেই স্মার্ট কার্ডের দাম ২০ টাকা বাড়িয়ে ১২০ টাকা করা হয়। সে সময় বর্ধিক কুড়ি টাকার পুরোটাই কার্ডের সিকিওরিটি ডিপোজিট হিসেবে মেট্রোর ঘরে তহবিলে চলে যায়। এখনও ১২০ টাকার স্মার্ট কার্ডে মাত্র ৪৪ টাকার রাইড পান যাত্রীরা।
আগামী ১ জুন থেকে ফের কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের দাম বাড়তে চলেছে। এবার থেকে স্মার্ট কার্ড কিনতে হবে ১৫০ টাকায়। এতেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। কয়েকবছর আগেও ঘুরপথে ভাড়া বৃদ্ধি করেছিল কলকাতা মেট্রো। প্রথম ৫ কিলোমটারের জন্য মেট্রোর ন্যূনতম ভাড়া ছিল ৫ টাকা।ভাড়া অপরিবর্তিত রেখে, সফরের দূরত্ব কমানো হয়। এখন মাত্র ২ কিলোমিটার পথ যেতে ৫ টাকা ভাড়া দিতে হয়। যাত্রীদের একাংশের বক্তব্য, স্মার্ট কার্ডকে ব্যবহার করে আয় বৃদ্ধির নয়া উপায় পেয়েছে মেট্রো। কার্ডের উপর বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকছেই। আম জনতার কাঁধে বোঝা চাপিয়ে কোষাগার ভরছে রেল।