দেশ বিভাগে ফিরে যান

মোদী জমানায় টানা ৩বার দেশে বেকারত্বের হার ছাড়াল ৮ শতাংশের গণ্ডি

July 4, 2023 | < 1 min read

মোদী জমানায় টানা ৩বার দেশে বেকারত্বের হার ছাড়াল ৮ শতাংশের গণ্ডি, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে বেকারত্ব নিয়ে বাড়ছে উদ্বেগ। নরেন্দ্র মোদীর জমানায় বেড়েই চুলেছে বেকারত্বের হার। এক বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, ক্রমশ সঙ্কুচিত হচ্ছে দেশের শ্রম বাজার। মোদীর মন কি বাতে বছরে দু’কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবে যেন সোনার পাথরবাটি। এরপরেও চলতি বছর শেষের আগেই ১০ লক্ষ চাকরির কথা বলেছেন তিনি। ঢাকঢোল পিটিয়ে হয়েছিল রোজগার মেলার প্রচার। কিন্তু দেশে কর্মসংস্থানের বাস্তব চিত্র মোটেই বদলায় নি। হতাশ আমজনতা।

আম জনতার কপালে ভাঁজ ফেলেছে গ্রামে ঊর্ধ্বমুখী বেকারত্বের হার। কাজের অভাবে ধুঁকছে কোটি কোটি মানুষ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র পরিসংখ্যানে কর্মসংস্থানের পরিসংখ্যান দেখা যাচ্ছে, চলতি বছরে এই নিয়ে টানা ৩য়বার দেশে বেকারত্বের হারের গণ্ডি ছাড়িয়েছে ৮ শতাংশ।

CMIE-র সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, জুনে দেশের বেকারত্বের হার বেড়ে হয়েছে ৮.৪৫ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৭.৬৮ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থা গ্রামীণ এলাকায়। এখানে বেকারত্বের হার ৮.৭৩ শতাংশ। দু’বছরের মধ্যে যা সর্বাধিক। তুলনায় শহরের পরিস্থিতি কিছুটা ভালো। গত মাসে সেখানে বেকারত্বের হার ৭.৮৭ শতাংশ।

গ্রামীণ এলাকায় যেখানে ভারতের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ বাস করে, সেখানের শ্রমবাজারে ক্রমাগত দুর্বলতা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী সরকারকে বড় ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি করে তুলতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #unemployment, #Modi Government

আরো দেখুন