দিল্লির বঙ্গভবনে বাঙালি রসনায় তৃপ্ত মার্কিন রাষ্ট্রদূত! দেখুন ভিডিও
July 4, 2023 | < 1min read
দিল্লির বঙ্গভবনে বাঙালি রসনায় তৃপ্ত মার্কিন রাষ্ট্রদূত!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লির বঙ্গভবনে প্রথমবার উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। বঙ্গভবনে আছেন অথচ বাঙালি খাওয়ার মেনুতে থাকবে না, হতে পারে না।
আম পান্না থেকে ফিশ ফ্রাই, শুক্ত, লুচি-কষা মাংস, মাছের পাতুরি, আমের চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, সন্দেশ সব ছিল এরিক গারসেটির পাতে।
Nomoskar from Banga Bhawan in Delhi! From legendary macher paturi to sweetness overload mishti doi and roshogollas, today I experienced the flavors of Kolkata's culinary wonders. I must say, Indian food culture never ceases to amaze me. See you soon, Kolkata! #AmbExploresIndiapic.twitter.com/wA5Y56F8Qz
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) July 3, 2023
বাঙালি খাবার খেয়ে মুগ্ধ এবং তৃপ্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।
২৫ নভেম্বর, শনিবার দেশের ১ লক্ষ ৬০ হাজার ‘আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’ তথা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম পাল্টাতে দেশের সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে মোদী সরকার