কলকাতা বিভাগে ফিরে যান

শহরে লরি চলাচলের সময় বেঁধে দিয়ে নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের

August 7, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে pjhpix/istockphoto

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সকালে বেহালা চৌরাস্তায় মর্মান্তিক পথদুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর কলকাতায় লরি চলাচলের সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশ। এবিষয়ে কলকাতার পুলিশের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আর সকাল ৮টা নয়, সকাল ৬টা পর্যন্ত শহরের রাস্তায় লরি চলাচল করতে পারবে। এছাড়াও নয়া ফরমানে একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছে । ইতিমধ্যে সেই নির্দেশিকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরদের কাছে পাঠানো হয়েছে বলে খবর।

একনজরে দেখে নিন কলকাতা পুলিশের নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে

১) ৮টা নয়, সকাল ৬টা থেকেই শহরে লরি ঢোকা নিষিদ্ধ করা হচ্ছে।

২) সরকারি বা বেসরকারি সমস্ত স্কুলের সামনেই ট্রাফিক পুলিশের অফিসার মোতায়েন রাখতে হবে।

৩) কোনও দুর্ঘটনা ঘটলে, সবার আগে মৃতদেহ সেখান থেকে সরিয়ে ফেলতে হবে।

৪) প্রতিটি থানায় যেন সবসময় হয় ওসি নয়তো অতিরিক্ত ওসিকে থাকতে হবে।

৫) কলকাতা পুলিশের প্রতিটি ইউনিট যেমন থানা, ব্যারাকে প্রতিদিন ও রাতে মোট ফোর্সের ২৫ শতাংশকে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে।

৬) আইনশৃঙ্খলাজনিত বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত কমিশনার, ওসি এবং কন্ট্রোল রুম প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করবে। রাখতে হবে পর্যাপ্ত মহিলাবাহিনীও। কোনও ঘটনা ঘটলে ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি চালাবেন।

জানা গেছে গত শনিবার থেকেই শহরজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Kolkata Police, #Lorry

আরো দেখুন