কলকাতা বিভাগে ফিরে যান

অনাস্থা প্রস্তাবের আলোচনায় মোদী বিরোধীতায় সরগরম লোকসভা

August 8, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। এ নিয়ে লোকসভায় চলছে আলোচনা। 

১৫.৩১ মণিপুর নিয়ে কেন্দ্রকে আক্রমণ শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তের। তিনি বলেছেন, ‘‘মণিপুর নিয়ে ৭০ দিন ধরে মৌন ছিল কেন্দ্রীয় সরকার। ওরা মৌন না থাকলে অনাস্থা প্রস্তাব আনা হত না।’’

১৫.৫১ মণিপুর নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ উদ্ধব শিবিরের শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তের। তিনি বলেছেন, ‘‘মণিপুর নিয়ে ৭০ দিন ধরে মৌন ছিল কেন্দ্রীয় সরকার। ওরা মৌন না থাকলে অনাস্থা প্রস্তাব আনা হত না।’’ 

১৪.৫৭ বিজেপিকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেন, ‘‘বিজেপি বিভাজনের রাজনীতি করছে।’’  

১৪.২৫ বিরোধীদের তরফে অনাস্থা-বিতর্কে বক্তব্য রাখতে শুরু করলেন বারামতীর এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি বলেন, ‘‘বর্তমান কেন্দ্রীয় সরকারের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে ‘উদ্ধত’ শব্দটি।এই সরকার কৃষক-বিরোধী। আর সেই কারণেই এই সরকারের প্রতি আমাদের আস্থা নেই।’’

১৪.০৪  ‘‘বিরোধীদের টার্গেট করে ইডি, সিবিআই ব্যবহার করছে বিজেপি।’’ 

১৪.০১ ‘‘টোম্যাটোর দাম বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থানে ব্যর্থ সরকার। সংসদে কোনও প্রশ্নের জবাব দেন না তিনি। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ তিনি।’’-তৃণমূল সাংসদ সৌগত রায়

১৩.৫৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘‘দেশকে যাঁরা ভালবাসেন, তাঁরা সকলেই মোদীকে অপছন্দ করেন। পশ্চিমবঙ্গে বিজেপি ৮০টি আসনও পায়নি। তাই একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে।দেশে বিজেপি সরকারের হৃদয় নেই। তারা বাংলায় প্রতিনিধি দল পাঠায়। কিন্তু মণিপুরে পাঠায় না।’’ মণিপুর প্রসঙ্গে সৌগত বলেন, ‘‘মণিপুর নিয়ে নিশিকান্ত একটা শব্দও উচ্চারণ করেননি।’’ মণিপুরে ভিডিয়োকাণ্ড প্রসঙ্গে সৌগত বলেন, ‘‘কোনও সভ্য দেশে এমনটা ঘটতে পারে?’’ 

১২.৫৬ ‘বিরোধী জোটের অবস্থান স্পষ্ট। তারা চায় সংসদে মণিপুর নিয়ে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। এজন্যই অনাস্থা প্রস্তাব এনেছি আমরা। মণিপুরের বিচার চাই।’’

১২.৫১ ‘‘২০২১ সালে দেশে যখন কোভিড পরিস্থিতি ছিল, সেই সময় পশ্চিমবঙ্গে ভোট (বিধানসভা নির্বাচনে ) চাইছিলেন প্রধানমন্ত্রী।’’

১২.৩৩ ‘‘মণিপুর জ্বলছে মানে ভারত জ্বলছে। বিচার চাইছে মণিপুর। মণিপুরে ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ।মোদীজি নীরব, তার কারণ মুখ খুললে তাঁর ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা স্বীকার করতে হবে। ভুল স্বীকার করতে চাইছেন না বলেই তিনি মৌন।’’-  গৌরব গগৈ

১২.১৭ প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন কংগ্রেসের গৌরব গগৈ। তিনি বলেন, ‘‘মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যরাও। কেন যাননি প্রধানমন্ত্রী? মণিপুর নিয়ে ৩০ সেকেন্ডের জন্য মুখ খুলতে কেন ৮০ দিন সময় নিলেন প্রধানমন্ত্রী? মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে কেন সরানো হল না এখনও? উনি (প্রধানমন্ত্রী) তো অতীতে গুজরাত, উত্তরাখণ্ড, ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সরিয়েছেন।’’

১২:১৬ মোদী সরকার বিরোধী বাগ্‌‌যুদ্ধের মধ্যেই লোকসভায় শুরু হল অনাস্থা-আলোচনা। রাহুল গান্ধী নন, অনাস্থা-বিতর্কে বক্তৃতা শুরু করলেন কংগ্রেসের গৌরব গগৈ।  

TwitterFacebookWhatsAppEmailShare

#opposition, #No Confidence Motion, #Lok Sabha

আরো দেখুন