← পুজো স্পেশাল বিভাগে ফিরে যান
জেনে নিন শতাব্দী প্রাচীন হুগলির বোড়াইচন্ডী পুজোর ইতিহাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় চারশো বছরের পুরাতন হুগলির বোড়াইচন্ডী মন্দির। জানা গেছে বাণিজ্য করতে এসে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমন্ত সওদাগর। সেই সময়ে মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত।
বোড়াইচন্ডী দেবী অষ্টধাতুর তৈরী মূর্তি। তবে মন্দিরের পুরোহিত সূত্রে জানা যায় এই দেবীর মূর্তি সোনা ও তামা দিয়ে তৈরি করা হয়েছে।
মায়ের সামনে মহাদেব, মায়ের মন্দিরের প্রবেশদ্বারে বড় নাট মন্দির দেখতে পাওয়া যায়।
চৈত্র মাসের নীল ও চড়ক পুজো উপলক্ষে এখানে চলে বড় উৎসব। এছাড়াও দুর্গাপুজোর ৪দিন মহাসমারোহে পুজো হয়।
এই পুজোর সময় দেবী মা দুর্গা রূপে পূজিত হন। এছাড়াও নিত্যপুজাও হয় এই মন্দিরে। সন্ধ্যায় দেবীকে ফল ও মিষ্টি নিবেদন করা হয়।