রাজ্য বিভাগে ফিরে যান

শিলিগুড়িতে BJP-র অন্দরে ঘোর অশান্তি! পদত্যাগ দলীয় বিধায়ক-সহ ৩০জন নেতার

August 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচনে পাখির চোখ করেছে উত্তরবঙ্গকে। কিন্তু সেই উত্তরবঙ্গে নিজেদের ঘরের অশান্তি থামাতে নাজেহাল সুকান্ত মজুমদাররা। বিজেপিতে পদত্যাগের হিড়িক! দলের স্থানীয় নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করে দলের পদ ছাড়লেন শিলিগুড়ি বিজেপির (BJP) জেলা সম্পাদক দুর্গা মুর্মু সহ ৩০ জন নেতা। দুর্গাবাবু স্থানীয় বিধায়কও।

শিলিগুড়িতে বিজেপির অন্তকর্লহ দীর্ঘদিনের। দুই বিধায়ক শংকর ঘোষ ও আনন্দ রায়বর্মণের গোষ্ঠীর মধ্যে চাপা দ্বন্দ্ব ছিলই। সম্প্রতি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্ব পেয়েছেন অরুণ মণ্ডল। তিনি শংকর ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ, অরুণ দায়িত্ব পাওয়ার পরই অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন। যার জেরে চরমে ওঠে কোন্দল। একে একে পদ ছাড়লেন দলের ৩০ নেতা। তবে পদ ছাড়লেও দল ছাড়ছেন না কেউই।

একযোগে বিধায়ক সহ এতজন নেতার পদত্যাগের ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্য নেতৃত্বও। সূত্রের খবর, পদত্যাগী নেতৃত্বর ক্ষোভ প্রশমনে আগামী ২৮ অগস্ট অর্থাৎ সোমবার শিলিগুড়ি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #siliguri, #sukanta majumder, #west bengal BJP, #MLA, #Durga Murmu

আরো দেখুন