বিনোদন বিভাগে ফিরে যান

জার্মানিতে ইতিহাস গড়ার পথে ভারতীয় ছবি Jawan

August 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপারস্টার শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই প্রচার করছে সব জায়গায়। ঠিক তখনই এল একটা বড় সুখবর।

জার্মানির বিশ্বের সবচেয়ে বড় সিনেমার পর্দায় মুক্তি পাবে জওয়ান। জার্মানির লিওনবার্গে একটি বিশাল IMAX স্ক্রিনে দেখানো হবে শাহরুখ খানের Jawan। এই স্ক্রিনটি ১২৫ ফুট চওড়া এবং ৭২ ফুট লম্বা এবং এটি একটি সাধারণ পর্দার চেয়ে অনেক বড়।

‘ট্রম্পলাস্ট’ নামে পরিচিত এই বৃহত্তম সিনেমা স্ক্রিনটি ৬ই ডিসেম্বর, ২০২২-এ ইনস্টল করা হয়৷ এটি বৃহত্তম IMAX স্ক্রিন হওয়ার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে৷ এই স্ক্রিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। ৮১৪.৮ বর্গ মিটার এলাকা জুড়ে এই IMAX স্ক্রিনটি আছে। বিশেষ সফটওয়্যার ও হাইটেক ল্যাসার টেকনোলজির মাধ্যমে সম্পূর্ণ HD করা হয়েছে।

সুপারস্টার শাহরুখ খানের সিনেমা মানেই উৎসবের মেজাজ। প্যান ইন্ডিয়া সিনেমা Jawan এবারে ভারতের ১৫০টি শহর সহ বিশ্বের ৪০টি দেশে মুক্তি পেতে চলেছে ৭ই সেপ্টেম্বর, ২০২৩-এ। তারপর Jawan হতে চলেছে প্রথম ভারতীয় সিনেমা যা জার্মানির লিওনবার্গের ‘ট্রম্পলাস্ট’- মুক্তি পেতে চলেছে। যা ট্রেন্ড চলছে প্রচুর রেকর্ড ভাঙবে ও একইসাথে গড়তে চলেছে কিং খান শাহরুখ খানের Jawan।

#Shahrukh Khan, #Germany, #Jawan, #iMax, #Traumpalast

আরো দেখুন