বিনোদন বিভাগে ফিরে যান

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার বিলবোর্ডে Jawan-র চমক

September 4, 2023 | < 1 min read

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার বিলবোর্ডে Jawan-র চমক

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চেন্নাইয়ের PreRelease, বুর্জ খালিফায় JawanTrailer-র পর এবার TimesSquareTakeOver বিলবোর্ডে- এ জওয়ানের ঝলক দেখা গেল আজ ভোর ৬টায়।

নিউ ইয়র্কের টিম শাহরুখ খান ফ্যান ক্লাব X-এ পোস্ট করে। এরপর থেকে ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় সময় ভোর ৬টায় টাইমস স্কোয়ার বিলবোর্ডে দেখানো হয় JawanTrailer। ওখানের জনতার মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভারতীয় কোনও অভিনেতার সিনেমা টাইমস স্কোয়ার বিলবোর্ডে দেখানোটা অত্যন্ত গর্বের বিষয়। শাহরুখ খানের ভক্তরাও খুব আনন্দিত এবং এই মুহূর্ত সকলে শেয়ার করেছেন।

৭ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে Jawan। অ্যাডভান্স বুকিংয়ের ঝড় দেখে অনুমান করা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে রেকর্ড ওপেনিং করতে চলেছে। জওয়ান প্রথম দিনের প্রথম শো দেখার দর্শকদের চাহিদা দেখে ভারত জুড়ে অনেক সিনেমা হল বৃহস্পতিবারের জন্য অতিরিক্ত সকালের শো যুক্ত করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#jawan trailer, #billboard, #times square billboard, #Jawan, #New york

আরো দেখুন