রাজ্য বিভাগে ফিরে যান

প্রতিশ্রুতি পালন করেনি BJP, দল ছাড়লেন নেতাজির নাতি

September 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র বোস বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়লেন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি।

জে পি নড্ডাকে পাঠানো চন্দ্র বোসের পদত্যাগপত্র

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে দলত্যাগের কথা জানান তিনি। সেই চিঠিতে চন্দ্র বোস জানিয়েছেন, সুভাষচন্দ্র, শরৎচন্দ্রের মতো জাতীয়তাবাদী নেতাদের দৃষ্টিভঙ্গি প্রচারের প্রতিশ্রুতি পূরণ করেনি দল। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়ার সময় তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসুর অন্তর্ভুক্তিমূলক আদর্শ প্রচার করতে দেওয়া হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Netaji Subhas Chandra Bose, #bjp, #chandra bose

আরো দেখুন