দেশ বিভাগে ফিরে যান

গণেশ চতুর্থী থেকে সংসদের অধিবেশন বসবে নতুন ভবনে

September 6, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: PIB

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন সঙ্গদেরপুরানো ভবনে শুরু হলেও বাকি বৈঠক হবে নতুন ভবনে।

১৯ সেপ্টেম্বর, গণেশ চতুর্থী উপলক্ষে, সংসদীয় কার্যক্রম নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হবে, যা এই বছরের ২৮ মে উদ্বোধন করা হয়েছিল।

শনিবার, লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছিল যে সংসদের উভয় কক্ষের এই অধিবেশন প্রশ্নোত্তর বা ব্যক্তিগত বিল ছাড়াই অনুষ্ঠিত হবে।

অধিবেশনে পাঁচটি বৈঠক হবে এবং সদস্যদের অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে আলাদাভাবে অবহিত করা হবে, সচিবালয়গুলি জানিয়েছে।

১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্টের “বিশেষ অধিবেশন” বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি ঘোষণা করেছিলেন, যিনি এটির জন্য এজেন্ডাটি গুটিয়ে রেখেছিলেন, এবং তারপর থেকে নানা জল্পনা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#new parliament building, #Parliament

আরো দেখুন