১৩ সেপ্টেম্বর INDIA জোটের পরবর্তি বৈঠক শরদ পাওয়ারের বাড়িতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এনসিপি প্রধান তথা INDIA-র সমন্বয় কমিটির প্রবীণতম সদস্য শরদ পাওয়ারের দিল্লির বাংলোয় ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক হবে। জানা গিয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর, বুধবার এই বৈঠক হবে।
বিজেপি বিরোধী ১৭ দলের জোটের প্রথম বৈঠক হয়েছিল গত ২৩ জুন। বিহারের রাজধানী পটনায়। সে রাজ্যে ক্ষমতায় নীতীশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। দ্বিতীয় বৈঠক হয় জুলাই। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সে রাজ্যে সদ্য ক্ষমতায় এসেছে কংগ্রেস। সেখানে ২৬টি দলের শীর্ষনেতাদের উপস্থিতিতে জোটের নাম স্থির করা হয়। ৩১ অগস্ট-১ সেপ্টেম্বর মুম্বইয়ে তৃতীয় বৈঠকে ২৮টি বিরোধী দলের ৬৩ জন প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
জানা যাচ্ছে, এবারের দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রথম জনসভার স্থান এবং দিন স্থির হতে পারে। আগামী নভেম্বর-ডিসেম্বরে যে পাঁচ রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরাম) বিধানসভা ভোট হবে, সেই বিধানসভা ভোটে আসন সমঝোতা নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে।