দেশ বিভাগে ফিরে যান

৯/১১ জঙ্গি হামলায় কতজন ভারতীয় প্রাণ হারিয়েছিলেন?

September 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৯/১১ তারিখটি আজও ভুলতে পারেনি গোটা বিশ্ব। জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল মার্কিন মুলুক। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। আমেরিকা নিবাসী প্রায় ৪১ জন ভারতীয় প্রাণ হারিয়েছিলেন জঙ্গি হামলায়। ২০০১ সালের এই জঙ্গি হানা বদলে দিয়েছিল আমেরিকাকে। আজও প্রতি বছর এইদিনে জঙ্গি হানার স্থলে, মৃতদের উদ্দেশ্যে প্রার্থনা ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

চার বিমান ছিনতাই করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল আল কায়দা। দুটি বিমান আছড়ে পড়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। পেন্টাগনের পশ্চিম অংশে একটি বিমান আঘাত এনেছিলে। আরেকটি বিমান ভেঙে পড়েছিল পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলের একটি মাঠে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তারপর জল গড়িয়েছে অনেক দূর। ঘটনায় মূল অভিযুক্ত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিনিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#9/11 Attacks, #terrorist attacks

আরো দেখুন