শুভমন, অক্ষরের লড়াই বৃথা, বাংলাদেশের কাছে ছয় রানে হারল রোহিতরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলছে ভারত এবং বাংলাদেশের নিয়মরক্ষার খেলা। এশিয়া কাপের ফাইনালে এর আগেই উঠে গিয়েছে ভারত। আর বাংলাদেশের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে।
টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান করেন ৮০ রান। তৌহিদ হৃদয় করে ৫৪, নাসুম আহমেদ করেন ৪৪ রান। মেহেদি হাসান ও তানজীব হাসান শাকিব যথাক্রমে ২৯ রান ও ১৪ রান করে অপরাজিত থাকেন। ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ২টি উইকেট নেন শামি। ১টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ।
২৬৬ রান তাড়া করতে নেমে ০ রানে আউট হন রোহিত শর্মা। শুভমন গিল ১২১ রান করেন ও অক্ষর প্যাটেল করেন ৪২ রান। ভারত নিয়মিত উইকেট হারাতে থাকে। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন হাসান শাকিব ও মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন শাকিব আল হাসান ও হাসান মিরাজ। নির্ধারিত ৫০ ওভারে ভারত করে ২৫৯/১০। অবশেষে ৬ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
দেখুন UPDATE
- ৫০ ওভারে ভারত অলআউট ২৫৯ রানে
- আউট অক্ষর প্যাটেল, ৪৮.৪ ওভারে ভারতের স্কোর ২৫৪/৯
- আউট শার্দুল, ৪৮.৩ ওভারে ভারতের স্কোর ২৫৪/৮
- ৪৫.১ ওভারে ভারতের স্কোর ২২৩/৭
- ১২১ রান করে আউট শুভমন, ৪৪ ওভারে ভারতের স্কোর ২০৯/৭
- ৪৩ ওভারে ভারতের স্কোর ২০৩/৬
- ৪১.১ ওভারে ভারতের স্কোর ১৯৭/৬
- ৪০ ওভারে ভারতের স্কোর ১৮৮/৬
- সেঞ্চুরি গিলের, ৩৮.২ ওভারে ভারতের স্কোর ১৭৪/৬
- আউট জাদেজা, ৩৭.৪ ওভারে ভারতের স্কোর ১৭০/৬
- ৩৬ ওভারে ভারতের স্কোর ১৬৩/৫
- আউট সূর্য কুমার যাদব, ৩৩ ওভারে ভারতের স্কোর ১৪১/৫
- ৩০ ওভারে ভারতের স্কোর ১২৬/৪
- ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১০৯/৪
- ২৩.৩ ওভার শেষে ভারতের স্কোর ৯৪/৪, আউট হলেন ঈশান কিষান
- ২০ ওভার শেষে ভারতের স্কোর ৮৯/৩
- ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৮০/৩
- ১৭.১ ওভারে মেহেদি হাসানের বলে শামিমের হাতে ধরা দিয়ে আউট হলেন লোকেশ রাহুল (১৯)। ভারত ৭৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঈশান কিষান।
- ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৭৪/২
- ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৭১/২
- ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৬৫/২
- ১১ ওভার শেষে ভারতের স্কোর ৫০/২
- ১০ ওভার শেষে ভারতের স্কোর ৪২/২
- ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩৮/২
- ৬ ওভার শেষে ভারতের স্কোর ২৪/২
- ২ ওভার শেষে ভারতের স্কোর ১৭/২
- দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর ওভারের শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন শুভমন গিল। ওভারে ১০ রান ওঠে। ৯ রান করেছেন গিল।
- ব্যাট করছেন কে এল রাহুল, শুভমন গিল।
- রোহিত শর্মা আউট হওয়ার পর তিন নম্বরে নেমে আউট হলেন তিলক ভার্মা। ৯ বলে ৫ রান করেন তিনি।
- নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৬৫/৮
- ৪৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৫৩/৮
- উইকেট!! নাসুম আহমেদকে (৪৪) আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা।
- ৪৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৩৭/৭
- ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২২৩/৭
- ৪৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২১৭/৭
- উইকেট!! মহম্মদ সামি ভারতকে এনে দিলেন সপ্তম উইকেট। আউট তৌহিদ হৃদয় (৫৪)।
- ৩৯.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে চার মেরে অর্ধশতরান পূর্ণ করলেন তৌহিদ হৃদয়।
- ৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭২/৬
- উইকেট!! শামীমের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ODI-তে ২০০ উইকেটের রেকর্ড পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজা ৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬২/৬
- ৩৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৬০।
- ৩২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৭।
- ৪ উইকেট হারিয়ে হৃদয়-শাকিব জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। প্যাটেলের বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৮।
- প্যাটেলের দুর্দান্ত বলে আউট মেহেদি হাসান মিরাজ (১৩)। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৯/৪
- ১১.৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫০/৩
- ঠাকুরের বলে আউট আনামুল হক। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৮/৩
- উইকেট! শার্দূল ঠাকু্রের বলে আউট তানজিদ হাসান। ৩ ওভার শেষে চাপে বাংলাদেশ (১৫/২)
- আউট! শামির বলে লিটন দাস (০) বিদায় নিলেন। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫/১
- প্রথম ওভারে খেলতে নেমে বাংলাদেশের স্কোর ৫
- টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত।