কলকাতা বিভাগে ফিরে যান

শহরের মন্ডপগুলিতে পুজোর চার দিন ক্যামেরা হাতে ২৪ ঘন্টা নজরদারি চালাবে পুলিশ?

September 16, 2023 | < 1 min read

পুজোর চার দিন ২৪ ঘণ্টা নজরদারি চালাবেন পুলিশকর্তারা। ফাইল ছবি। সৌজন্যে: millenniumpost

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যামেরায় পুজোর চার দিন ২৪ ঘণ্টা নজরদারি চালাবেন পুলিশকর্তারা। পুজোর ঠিক মুখে এমন পদক্ষেপ নজিরবিহীন বলে মত অনেকেরই। এ বছর পুজোর সময়ে শহরের নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়াতে এমনই ভাবনাচিন্তা শুরু করেছেন পুলিশকর্তারা।

সভা-সমাবেশ থাকলে সেই সংক্রান্ত ভিডিয়ো ফুটেজ সরাসরি যায় লালবাজারে। বড় দুর্ঘটনা বা সেই সংক্রান্ত কোনও জমায়েত তৈরি হলেও বহু ক্ষেত্রে তার অন্যথা হয় না। যুগ্ম নগরপাল (সদর) বা অন্য পুলিশকর্তাদের ঘরে বসে টিভিতে ‘লাইভ’ দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয়, কী ধরনের পদক্ষেপ করা হবে, সে ব্যাপারে। দুর্গা পুজোয় সেই পদ্ধতিই অবলম্বল করতে চাইছে কলকাতা পুলিশ।

তবে এর জন্য আলাদা করে ক্যামেরা বসানো হবে, না কি পুজো কর্তৃপক্ষের ক্যামেরা থেকেই ‘ফিড’ নেওয়া হবে, সে ব্যাপারে অবশ্য এখনও সিদ্ধান্ত হয়নি। মাঝারি এবং ছোট পুজোগুলিকেও কী ভাবে এমন নজরদারির আওতায় আনা যায়, সেই ভাবনাচিন্তা চলছে। এমনিতে সভা-সমাবেশের ক্ষেত্রে নিজস্ব ক্যামেরা পাঠায় পুলিশ। সেটির ফুটেজেই সরাসরি নজরদারি চলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Surveillance, #camera, #durga Pujo, #Kolkata Police

আরো দেখুন