দেশ বিভাগে ফিরে যান

চন্দ্রাভিযানে যুক্ত বিজ্ঞানীদের পদ্মশ্রী দেওয়ার দাবিতে লোকসভায় সরব প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জী, দেখুন ভিডিও

September 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের পর, অভীষ্ট লক্ষ্য পূরণ করেছে চন্দ্রযান-৩। এবার চন্দ্রাভিযানে যুক্ত বিজ্ঞানীদের পদ্মশ্রী দেওয়ার দাবিতে লোকসভায় সরব হলেন প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন ব্যানার্জী। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারতবর্ষে আগে কখনও এমন হয়নি। আমরা ভাবতাম আমেরিকা করবে, বা রাশিয়া না হলে জাপান করবে, কিন্তু ভারতের সন্তানরাও এমন করতে পারে কেউ ভাবেনি। এটা আনন্দের সময়। দলমত নির্বিশেষে আমাদের উচিত দেশের বিজ্ঞানীদের সুখে, শান্তিতে রাখা। ওঁদের অভিনন্দন জানানো উচিত সকলের। দল নয়, সবাই এক সঙ্গে মিলে এই জয় ভাগ করে নিতে। যেমন আমাদের ফুটবলে সবাই মিলে যেতে, এখানেও তেমন সবাই মিলে সব্বার জয় উপভোগ করতে হবে।” এরপরই কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে চন্দ্রাভিযানে যুক্ত সব বিজ্ঞানীদের পদ্মশ্রী দেওয়ার আবেদন জানান, দেশের বরেণ্য ফুটবল কিংবদন্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prasun Banerjee, #Chandrayaan 3

আরো দেখুন