কলকাতায় ফিরে সমালোচকদের জবাব দিলেন মহারাজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে স্পেনে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি তাঁর ইস্পাত প্রকল্পের কথা ঘোষণা করেন। যা নিয়ে অনেকে তাঁর সমালোচনা করেছিলেন। এবার তার জবাব জোরালো ভাবে দিলেন সৌরভ।
বৃহস্পতিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি কোনও বিধায়ক, কাউন্সিলর, সাংসদ বা মন্ত্রী নই। আমি একজন ব্যক্তি। তাই আমি যেখানে খুশি যাব। এখানে কার কী বলার থাকতে পারে?’
তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতেই লোকে লোকের সঙ্গে দেখা করে। তাদের ভাবনা বিনিময় করে। এটাই স্বাভাবিক। শুধুমাত্র এখানেই দেখি এটা নিয়ে এত কথা হয়।’
এদিন সৌরভ জানিয়েছেন যে দেড় বছরের মধ্যে ইস্পাত কারখানাটি তৈরি হয়ে যাবে। তিনি বলেন, “১৬-২০ মাসের মধ্যে বাংলায় নতুন ইস্পাত কারখানাটি হবে। বাংলার অনেকে কাজ পাবে। আমি সকলকে বলব সেখানে কাজ পাওয়ার চেষ্টা করতে।”