খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: শুক্রবার সকালেই সোনা ও রুপো জিতে নিলেন ভারতীয় শুটারেরা

September 29, 2023 | < 1 min read

শ্যুটিংয়ে জোড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসের ষষ্ঠ দিনের শুরুতেই শুটিংয়ে পদক জিতল ভারত। এদিন সকালে প্রথম পদক এনে দিয়েছেন ভারতের মেয়েরা। ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন পালক গুলিয়া, এশা সিংহ এবং টিএস দিব্যা। তার কিছু ক্ষণের মধ্যেই সোনা জেতেন ভারতের ছেলেরা।

৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত বিভাগে, ভারত ১৭৬৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে। দলে ছিলেন ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরান।

এশিয়ান গেমসে শুটিং থেকে ভারতের সব থেকে বেশি পদক জয়ের রেকর্ডও ভেঙে দিলেন প্রতাপেরা। দোহাতে ভারতের শুটারেরা ১৪টি পদক জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত দেশকে ১৫টি পদক এনে দিয়েছেন ভারতীয় শুটাররা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Games, #Medals, #India at Asian Games, #shooting

আরো দেখুন