← খেলা বিভাগে ফিরে যান
Asian Games 2023: ফের পদক ভারতীয় শুটারদের, রুপো জিতলেন সরবজোৎ-দিব্যা জুটি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসের সপ্তম দিনেও দেশকে পদক এনে দিলেন ভারতীয় শুটাররা। শনিবার ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রানার্স হয়ে শেষ করলেন সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগাল। সঙ্গে রুপো জিতে নিলেন ভারতীয় এই জুটি।
শুক্রবার শুটিং বিভাগ থেকে পাঁচটি পদক এসেছিল ভারতের ক্যাবিনেটে। এখনও পর্যন্ত চলতি এশিয়ান গেমসে সব মিলিয়ে ১৯টি পদক উপহার দিলেন শুটারেরা।