খেলা বিভাগে ফিরে যান

ক্যাচ ধরেই নজির? কী রেকর্ড গড়লেন কিং কোহলি?

October 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুনিয়া তাঁকে ব্যাট হাতে রেকর্ড গড়তে দেখেই অভ্যস্ত। কিন্তু মাঠেও যে তিনি দুরন্ত। তা ভুললে কি চলে? বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনন্য নজির গড়লেন কিং কোহলি। ফিল্ডার হিসেবে ভারতীয়দের মধ্যে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক ক্যাচ নেওয়ার নজির গড়ে ফেললেন কোহলি।

বিশ্বের অন্যতম ফিট ও সেরা ফিল্ডার হলেন কোহলি। আজ মার্শের ক্যাচ নিয়ে নিজেকে ফের সেরা প্রমাণ করলেন বিরাট। অজিরা টসে জিতে ব্যাটিং নিয়েছে, তৃতীয় ওভারে অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছেন যসপ্রীত বুমরাহ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ। বুমরাহর বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দেন মার্শ। প্রথম স্লিপে ছিলেন বিরাট কোহলি। বাজ পাখির মতো ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নেন বিরাট।

শূন্য রানে ফেরেন মার্শ। কোহলি ক্যাচ নিতেই গড়ে ফেলেন রেকর্ড। বিশ্বকাপের মতো মঞ্চে ভারতের খেলোয়াড়দের মধ্যে ফিল্ডার হিসেবে সর্বাধিক ক্যাচ নেওয়ার নজির গড়ে ফেললেন কোহলি। এই নিয়ে ১৫টি ক্যাচ নিলেন তিনি। বিসিসিআই টুইট করে এই নজিরের কথা জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Virat Kohli, #Team India, #India vs Australia, #CWC23

আরো দেখুন