রাজ্য বিভাগে ফিরে যান

গোষ্ঠী কোন্দলের জের! বঙ্গ বিজেপি’র সদর দপ্তরে ধুন্ধুমার কাণ্ড

October 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ বিজেপি’র গোষ্ঠী কোন্দল কমা তো দূরের কথা, তা আরও প্রকট হচ্ছে। একটি জেলায় ক্ষোভ নিরসনের চেষ্টা হচ্ছে তো আর এক জেলায় তা মাথাচাড়া দিয়ে উঠছে। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের পর এবার পার্টি অফিসে তালাবন্দি হয়ে রখা হয়েছে দলের সর্বোচ্চ সাংগঠনিক নেতা অমিতাভ চক্রবর্তী। এবার বুধবার রীতিমতো তুলকালাম কাণ্ড বেঁধে গেল বিজেপির সল্টলেকের অফিসে।

এদিন বিকেলের পরে বারাসত সাংগঠনিক জেলার একাংশ কর্মী পৌঁছন সল্টলেকের অফিসে। বারাসত সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি তরুণকান্তি ঘোষকে অবিলম্বে অপসারণের দাবি তোলেন তাঁরা।

বিক্ষোভ সামলাতে গিয়ে সল্টলেক অফিসের একাংশ কর্মী রীতিমতো নাস্তানাবুদ হন। বিক্ষোভকারীদের ঠেকাতে বন্ধ করে দেওয়া হয় পার্টি অফিসের প্রধান ফটক। বাইরের দরজায় রীতিমতো লাথি মারতে থাকেন দলেরই বিক্ষুদ্ধ কর্মীরা। তৃণমূলের স্থানীয় নেতৃত্বর সঙ্গে বিজেপি নেতৃত্বর আঁতাতের অভিযোগও তোলেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Saltlake, #Agitation

আরো দেখুন