কলকাতা বিভাগে ফিরে যান

এশিয়ান পেইন্টস শারদ সম্মান ২০২৩: কারা পেল সেরার শিরোপা?

October 22, 2023 | 3 min read

এশিয়ান পেইন্টস শারদ সম্মান ২০২৩: কারা পেল সেরার শিরোপা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত শারদ সম্মান হল ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’। ১৯৮৫ সাল থেকে এশিয়ান পেইন্টস শহরের সেরা পুজোগুলোকে পুরস্কৃত করে চলেছে। চলতি বছর ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’-র চূড়ান্ত পর্বে পৌঁছল কোন কোন পুজো?

আসুন দেখে নেওয়া যাক ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’-র চূড়ান্ত পর্বে পৌঁছে যাওয়া সেরা বারোটি পুজো, যেগুলো না দেখলে ২০২৩-র পুজোয় মিস করবেন অনেক কিছু:

১) অর্জুনপুর আমরা সবাই ক্লাব:

অর্জুনপুর আমরা সবাই ক্লাব

এবারের থিম ‘গণদেবতা’। শিল্পী ভবতোষ সুতার। এশিয়ান পেইন্স ‘শ্রেষ্ঠ পুজো’ সম্মান পেয়েছে অর্জুনপুর আমরা সবাই। কাছাকাছি বাস স্টপেজ তেঘরিয়া। যশোর রোড থেকে যেতে হলে অর্জুনপুর খাল পোল পেরোতে হবে।

২) চেতলা অগ্রণী:

চেতলা অগ্রণী

থিমের নাম হল ‘যে যেখানে দাঁড়িয়ে’। শিল্পী সুব্রত ব্যানার্জী। কালীঘাট মেট্রোতে নেমে সহজেই পৌঁছে যাওয়া যাবে মণ্ডপে।

৩) চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি:

চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি

থিমের নাম ‘অনুভব’। শিল্পী দেবাশিস বারুই। চোরবাগান সর্বজনীন ‘সেরা প্রতিমা’ সম্মান পেয়েছে। প্রতিমা শিল্পী সুব্রত মৃধা। সেন্ট্রাল বা এমজি রোড, যেকোনও মেট্রো স্টেশনে নেমে পৌঁছে যাওয়া যাবে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে।

৪) দক্ষিণদাড়ি ইয়ুথস:

দক্ষিণদাড়ি ইয়ুথস

থিমের নাম ‘যাপন কথা’, শিল্পী অনির্বাণ দাস। ‘বছরের বিস্ময়’ সম্মানে ভূষিত হয়েছে দক্ষিণদাড়ি ইয়ুথস। উল্টোডাঙা স্টেশন থেকে দক্ষিণদাড়ি বাস স্টপে গিয়ে মণ্ডপটিতে পৌঁছে যাওয়া যাবে।

৫) দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি:

দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি

থিম ‘আলাপন’। শিল্পী দেবাশিস বারুই। এই পুজো দেখতে গেলে বাগুইহাটির দক্ষিণপাড়া স্টপেজে নামতে হবে।

৬) দমদম পার্ক তরুণ দল:

দমদম পার্ক তরুণ দল

থিমের নাম ‘কালবেলা’, শিল্পী প্রদীপ দাস। বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে তরুণ দলের মণ্ডপে। তরুণ দল ‘শ্রেষ্ঠ পুজো’ সম্মানে ভূষিত হয়েছে।

৭) দমদম পার্ক ভারত চক্র ক্লাব:

দমদম পার্ক ভারত চক্র ক্লাব

থিমের নাম ‘ভ্রান্তি’, শিল্পী অনির্বাণ দাস। কাছাকাছি মেট্রো স্টেশন বেলগাছিয়া।

৮) হাতিবাগান নবীন পল্লী:

হাতিবাগান নবীন পল্লী

থিম ‘আবোল তাবোল’, সুকুমার রায়ের অমর সৃষ্টি আবোল তাবোল প্রকাশের শতবর্ষ উপলক্ষ্যে তাদের থিম। শিল্পী অনির্বাণ দাস। শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশন থেকে মণ্ডপে পৌঁছে যাওয়া যাবে। নবীন পল্লী ‘শ্রেষ্ঠ পুজো’র তকমা জিতেছে।

৯) পল্লী মঙ্গল সমিতি:

পল্লী মঙ্গল সমিতি

থিম ‘এসো আলপনা দিই’ শিল্পী পূর্ণেন্দু দে। সাউথ সিটি মলের কাছে ইডিএফ তালতলা মাঠেই রয়েছে পল্লী মঙ্গল সমিতির মণ্ডপ।

১০) পূর্বাচল শক্তি সঙ্ঘ:

পূর্বাচল শক্তি সঙ্ঘ

থিম ‘সর্বজনের দুর্গা পুজো’, শিল্পী পার্থ দাসগুপ্ত। পূর্বাচল ‘শ্রেষ্ঠ পুজো’র শিরোপা জিতেছে। কাছাকাছি বাস স্টপ সাঁফুইপাড়া। এছাড়াও প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর থেকে পূর্বাচল ক্রসিংয়ে আসতে পারেন দর্শনার্থীরা।

১১) রাজডাঙা নব উদয় সঙ্ঘ:

রাজডাঙা নব উদয় সঙ্ঘ

থিমের নাম ‘পরম্পরা’, শিল্পী মলয় রায় ও শুভময় সিনহা। কাছাকাছি মেট্রো স্টেশন কালীঘাট।

১২) টালা প্রত্যয়:

টালা প্রত্যয়

থিমের নাম ‘কহন’, শিল্পী সুশান্ত পাল। টালা প্রত্যয় ‘শ্রেষ্ঠ পুজো’ সম্মান জিতে নিয়েছে। কাছাকাছি মেট্রো শ্যামবাজার এবং বেলগাছিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2023, #Asian paints Sharad sanman 2023

আরো দেখুন