CWC23: পাকিস্তানকে গুঁড়িয়ে ৮ উইকেটে ঐতিহাসিক জয় আফগানদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বিশ্বকাপের মঞ্চে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ২৩তম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৮২ রান করে পাকিস্তান। জবাবে ৪৯তম ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় আগফানরা। বিশ্বকাপে ফের অঘটন ঘটিয়ে ৮ উইকেটে জিতে যায় আফগানিস্তান।
পাক দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক বাবর আজম(৭৪) ও ওপেনার আবদুল্লাহ শাফিক(৫৮)। এছাড়া কোনও ব্যাটার সেভাবে রান পাননি। শেষে নেমে ঝোড়ো ব্যাট করেন শাদাব খান(৪০) ও ইফতিকার আহমেদ(৪০)। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট নেন নূর আহমেদ(৩)।
প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাট করে আফগান ব্যাটাররা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ(৬৫) ও ইব্রাহিম জাদরান(৮৭) এর ইনিংস আফগানিস্তানের জয়ের ভিত তৈরি করে দেয়। তারপরে রহমত শাহ(৭৭) ও হাসমাতুল্লাহ শাহিদি(৪৪) দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন।পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও হাসান আলি একটি করে উইকেট পান।