কলকাতা বিভাগে ফিরে যান

দশেরার রাবনের সঙ্গে মুখের মিল কোন দুই নেতার? দায়ী কোন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন?

October 26, 2023 | < 1 min read

দশেরার রাবনের সঙ্গে মুখের মিল কোন দুই নেতার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার দশমীর দিন দক্ষিণ-পূর্ব কলকাতার রুবি মোড় সংলগ্ন এলাকায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা নিয়ন্ত্রণাধীন এক দুর্গাপুজো কমিটির দশেরা উপলক্ষে প্রতীকী রাবণ দহনের আয়োজন কর্মসূচি দেখে রীতিমতো আলোড়ন ফেলেছে সমাজ মাধ্যমে। ভাইরাল হয় একটি ছবিতে দেখা গেছে প্রতীকী রাবণের দশটি মুখের মধ্যে দু’টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবির মিল রয়েছে। যদিও, উদ্যোক্তাদের দাবি, রাবণের মাথার সঙ্গে কোনও রাজনৈতিক নেতার মিল খুঁজে পেলে তা নিতান্তই কাকতালীয়।

আসন্ন লোকসভা ভোটের আগে কলকাতায় দেশের দুই রাজনৈতিক নেতার মুখের মিলওলা ছবিকে রাবণরূপে তুলে ধরে আগুন জ্বালানোর ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাও কিনা অখিল ভারতীয় হিন্দু মহাসভার মতো কট্টর হিন্দুত্ববাদী কোনও সংগঠনের তরফ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Amit shah, #ravan, #akhil bharatiya hindu mahasabha, #dussehra

আরো দেখুন