দেশ বিভাগে ফিরে যান

শেয়ার বাজারে ধস, কত হারালেন লগ্নিকারীরা?

October 26, 2023 | < 1 min read

শেয়ার বাজারে ধস, কত হারালেন লগ্নিকারীরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসবের আবহে শেয়ার বাজারে নামল ধস, নেমেছে সূচকও। গত পাঁচদিনে লগ্নিকারীরা প্রায় ১৪ লক্ষ ৬০ হাজার কোটি টাকা খোয়ালেন। কেবলমাত্র বুধবারেই প্রায় ২ লক্ষ কোটি উবে গিয়েছে। পশ্চিম এশিয়ায় ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। বিদেশি বিনিয়োগকারীরা এদেশের বাজার থেকে লগ্নি তুলে নিতে আরম্ভ করেছেন। যার জেরে শেয়ার বাজারে ক্রমাগত ক্ষয় হয়েছে। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৬৫৯.৭২ পয়েন্ট পড়ে যায়। পতনের হার ১.০২ শতাংশ। দিনশেষে সেনসেক্স ৬৪ হাজার ৪৯.০৬ পয়েন্টে এসে স্থির হয়। শেষ পাঁচদিনে সূচকের মোট পতন ২ হাজার ৩৭৯ পয়েন্ট। পতনের হার ৩.৫৮ %।

ন্যাশনাস স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও এদিন পড়ে যায়। এক শতাংশ পড়ে ১৯ হাজার ৭৪ পয়েন্টে নেমে আসে সূচক। পরে কিছুটা ঘুরে দাঁড়ায় নিফটি। দিন শেষে ১৫৯.৬০ পয়েন্ট উঠে ১৯ হাজার ১২২.১৫-এ নিফটি স্থির হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#shares, #Share Market, #Nifty, #NSE, #share markets, #Loss

আরো দেখুন