CAG-র আমন্ত্রণ ফেরালেন মোদী! দুর্নীতি প্রকাশ্যেই আনাই কি কারণ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যাগ রিপোর্টে প্রকাশ্যে এসে গিয়েছে মোদী সরকারের দুর্নীতি। ভারতমালা প্রকল্পে দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে অভাবনীয় খরচ ও আয়ুষ্মান ভারতে দেদার গরমিলের পরিসংখ্যান প্রকাশ্যে এসে গিয়েছে। তার পর থেকেই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও মোদীর মধ্যে দূরত্ব বাড়ছে। আগামী ১৬ নভেম্বর জাতীয় অডিটর দিবসের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন মোদী। এই অনুষ্ঠানে মোদীরই প্রধান অতিথি হিসেবে হাজির থাকার কথা ছিল।
অডিট দিবসের অনুষ্ঠানে দু’বছর আগেই মোদী বলেছিলেন, ক্যাগ বনাম সরকারের মানসিকতা বদলে গিয়েছে। অডিটকে এখন সরকারের কাজের মূল্যায়নে নতুন মাত্রা যোগ বলেই গণ্য করা হয়। কিন্তু দুই বছর ঘুরতে না ঘুরতেই উল্টো সুর! ইউপিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল ক্যাগ। সেই সব অভিযোগকে হাতিয়ার করেই গদিতে বসেছিলেন মোদী।
এখন ছবিটা সম্পূর্ণ আলাদা। বিজেপির অস্বস্তি বাড়িয়েছে সংসদে পেশ হওয়া ক্যাগের রিপোর্ট। প্রশ্ন উঠছে, প্রতি কিমি ১৮ কোটি ২০ লক্ষ টাকা খরচ ধার্য হওয়ার পরেও, তা বেড়ে ২৫০ কোটি ৭৭ লক্ষ টাকা হল কী করে? কীভাবে আয়ুষ্মান ভারতেই দেড় লক্ষের বেশি ভুয়ো সুবিধাভোগী এল? রিপোর্ট প্রকাশ্যে আসতেই একইদিনে ৩৭ জন অডিটরকে বদলি করা হয়।
বদলি নিয়েও প্রশ্ন উঠতে আরম্ভ করেছে।
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশচন্দ্র মুর্মুর বিরুদ্ধে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেছেন বিজু জেকব নামে এক অডিটর। বদলির অর্ডারের উপর তিনি স্থগিতাদেশও আদায় করে নিয়েছেন। গিরিশচন্দ্র মোদী ঘনিষ্ঠ বলেই পরিচিত। গুজরাত ক্যাডারের অফিসার গিরিশচন্দ্র মুখ্যমন্ত্রী মোদীর সচিব ছিলেন। ২০২০ সালে তিনি ক্যাগ প্রধান হন। সরকারি কর্মীরা বলছেন, সত্যি রিপোর্ট সামনে আনতেই ৩৭জন অডিটরকে বদলি করা হয়েছে। তাঁরাই সন্দিহান, তবে কি আর সততার সঙ্গে কাজ করা যাবে না?