দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

জয়নগরের ময়দা গ্রামের পাতালভেদী দক্ষিণাকালীর মন্দিরের ইতিহাস জানেন?

November 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়নগরের বহড়ুর ময়দা গ্রামে রয়েছে পাতালভেদী দক্ষিণাকালীর মন্দির। বহু প্রাচীন এই মন্দিরে দেবী মূর্তি নেই। নদী থেকে পাওয়া একটি শিলাকে দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। শিলাটি পাতালভেদী। সিঁদুরমাখানো শিলাটিকেই দক্ষিণাকালীর রূপে পুজো করা হয়। কালীর আরেক নাম ময়দানবেশ্বরী। জনশ্রুতি রয়েছে, লঙ্কা রাজ রাবনের শ্বশুর ময়দানবের সঙ্গে কালীর যোগ রয়েছে। ময়দানবের নাম অনুসারেই গ্রামের নাম রাখা হয় ময়দা। এও শোনা যায়, কোনও এককালে পাতালভেদী কালীপুজোর দায়িত্বে ছিল পাঠক বংশ। কথিত আছে, সাধক ভবানী পাঠক সেই বংশের সন্তান। জনশ্রুতি রয়েছে, তিনি নিজেও পাতালভেদী কালীর পুজো করতেন। পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন বলেও জানা যায়। তাঁর মূর্তি বসানো রয়েছে মন্দির চত্বরে।

প্রথা মেনে, কালীপুজোর রাতে সাবর্ণ রায়চৌধুরীদের সংকল্পে জোড়া পাঁঠা বলি দেওয়া হয়। কালী পুজো উপলক্ষ্যে মন্দিরে রঙের কাজ চলছে। মায়ের শিলাও রঙ করা হচ্ছে। বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের বংশধর গঙ্গাধর চৌধুরী ১১৭৬ বঙ্গাব্দে ময়দায় কালীমন্দির নির্মাণ করেন। লোকমুখে শোনা যায়, নৌকো করে গঙ্গা দিয়ে যাওয়ার সময় বকুলগাছের ডালে এক বালিকাকে বসে থাকতে দেখেন গঙ্গাধর। সেই রাতেই জমিদার মন্দির নির্মাণের স্বপ্নাদেশ পান। আদেশ পাওয়ার পরই মন্দির নির্মাণের কাজ আরম্ভ হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dakshinakali, #Moydah

আরো দেখুন