পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

আজ সন্ধ্যায় চোদ্দ প্রদীপ জ্বালবেন? জানেন এর তাৎপর্য?

November 11, 2023 | < 1 min read

আজ সন্ধ্যায় চোদ্দ প্রদীপ জ্বালবেন?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দীপান্বিতা অমাবস্যার আগের দিন অর্থাৎ কার্ত্তিক মাসের চতুর্দশী তিথিতে চোদ্দ প্রদীপ দেওয়া হয় বাঙালি বাড়িতে। কথিত আছে, পঞ্চভূতে বিলীন হওয়ার পর এ দিনই নাকি পিতৃপুরুষরা মর্ত্যের কাছাকাছি আসেন। তাঁদের উদ্দেশেই বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয়। আদপে প্রদীপ দেওয়া বঙ্গ সংস্কৃতির অঙ্গ। শ্রাদ্ধে মৃতের উদ্দেশ্যে ষোড়শ দান করা হয়, তার মধ্যে দীপ ও ধূপ দান থাকে।

আরেকটি মতে, হেমন্তে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে। পোকামাকড়ের হাত থেকে বাঁচতেই প্রদীপ দেওয়া হয়। খাবারে, চোখ-মুখে পোকা যাতে না হয়, তাই প্রদীপ বা আলো জ্বালানো হয়। পোকা দূরে রাখতেই এ সময়ে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #diwali, #Festival, #14 pradip, #deepaboli

আরো দেখুন