পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

দীপাবলিতে স্বল্প খরচে আপনিও বানাতে পারবেন রঙিন মোমবাতি, রইল টিপস

November 12, 2023 | < 1 min read

দীপাবলিতে স্বল্প খরচে আপনিও বানাতে পারবেন রঙিন মোমবাতি, রইল টিপস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলিতে  ঘরে ঘরে মোমবাতির সাজে সাজিয়ে তুলতে লেগে যায় হিড়িক। গোটা বাড়ি আলোয় আলোয় সাজিয়ে তুলতে পছন্দ করেন প্রায় সকলেই৷ এই সময় ক্রেতার চাহিদা বেশি থাকায় এই সময় মোমবাতির দামও  যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকে৷ জানেন কী, কয়েকটি পদ্ধতিগুলি অবলম্বন করে স্বল্প খরচে আপনিও বানিয়ে ফেলতে পারেন রং-বেরঙের মোমবাতি৷ আপনার জন্য রইল কিছু টিপস 

 রঙিন মোমবাতি নিজে হাতে তৈরি করতে প্রথমেই সরু সাদা রঙের পুরনো মোমবাতি জোগাড় করে ফেলুন৷ আর চাই কিছু পুরনো মোম রং৷ মোমের সঙ্গে সেই রং মিশিয়েই আপনিই এর পর তৈরি করে ফেলবেন পছন্দমতো রঙিন মোমবাতি৷

কী কী করতে হবে

  • যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই আকারের পাত্র নিতে হবে৷ এ ছাড়া মোমবাতি তৈরির জন্য প্রয়োজন জলের৷ 
  • পুরনো মোমবাতি এবং মোম রংগুলিকে প্রথমে ভেঙে একসঙ্গে একটি পাত্রে জড়ো করতে হবে৷
  • আলাদা একটি পাত্রে জল নিয়ে গ্যাসে গরমে বসান৷
  • পুরানো মোমবাতি এবং মোম রংগুলি একসঙ্গে একটি পাত্রে জড়ো করুন
  • ফুটন্ত জলের মধ্যে মোম এবং মোম রং-সহ পাত্রটি বসাতে হবে৷ মোমগুলি গলে তরল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷
  • যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই রকম একটি পাত্র নিন৷ একটু মোটা সাদা সুতো নিন৷ ওই পাত্রের মধ্যে সুতো রাখুন৷ গরম থাকতে থাকতে এ বার সেই পাত্রের ভিতর গরম ও তরল মোম ঢেলে দিতে হবে৷
  • তরল মোম জমতে কিছুটা সময় দিতে হবে৷ মোম জমে গেলে, তা ওই পাত্রের ভিতর থেকে বের করে নিন৷
  • পছন্দের আকারে রঙিন মোমবাতি রেডি!
TwitterFacebookWhatsAppEmailShare

#Kali pujo, #Kali Puja 2023, #deepaboli, #candles, #diwali, #colourful candles

আরো দেখুন