রাজ্য বিভাগে ফিরে যান

এপ্রিল ২০২৪-এই জনতার জন্য খুলে যেতে পারে দিঘার জগন্নাথ মন্দির

November 18, 2023 | < 1 min read

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন খুব তাড়াতাড়ি হতে চলেছে। ইলাস্ট্রেটর ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন খুব তাড়াতাড়ি হতে চলেছে। এই জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছর রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই খুলে যাবে দিঘার জগন্নাথ মন্দির।

দিঘায় ২২ একর জমির উপর ১৫০ কোটি টাকা ব্যয়ে এই জগন্নাথ মন্দির তৈরি করছে রাজ্য সরকার। ২০১৯ সালে দিঘায় গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী জানান,পুরীর জগন্নাথ মন্দিরের যা উচ্চতা দিঘার মন্দিরেরও সেই উচ্চতা রাখা হচ্ছে। এপ্রিল মাসের মধ্যে এই মন্দির উদ্বোধন হয়ে যাবে।

প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। নিউ দিঘা অঞ্চলে শুরু হয় নতুন মন্দিরের নির্মাণকাজ। যা কিনা এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#jagannath temple, #Digha Jagannath Temple, #Digha

আরো দেখুন