দেশ বিভাগে ফিরে যান

টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পনসর Byju’s বিরুদ্ধে কী পদক্ষেপ করতে চলেছে ED?

November 22, 2023 | < 1 min read

টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পনসর Byju’s বিরুদ্ধে কী পদক্ষেপ করতে চলেছে ED?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশের অন্যতম খ্যাতনামা এড-টেক সংস্থা বাইজুসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ইডি। জানা যাচ্ছে, প্রায় ৯ হাজার কোটি টাকার বিদেশি মুদ্রা তহবিল আইন লঙ্ঘনের অভিযোগে ইডি নোটিশ পাঠিয়েছে বাইজুসকে। যদিও নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছে বাইজুস।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিতে সূত্রে খবর, ২০১১-২০২৩ সালের মধ্যে বাইজুস ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি লগ্নি পেয়েছিল। ওই সময়কালের মধ্যেই বাইজুস বিদেশে প্রত্যক্ষ লগ্নি বাবদ প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকা পাঠায়। বিজ্ঞাপন তথা প্রচারের জন্য তারা ৯৪৪ কোটি টাকা জমা করেছিল। সেখানেই বেনিয়মের অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে বাইজুসকে ইডির নোটিশ পাঠিয়ে বলে জানা গিয়েছে।

বাইজুস নিজেদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, তাদের কাছে ইডির কোনও নোটিশই আসেনি। তাদের বিরুদ্ধে ফেমা লঙ্ঘনের অভিযোগে প্রকাশিত খবরকেও খারিজ করেছে তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Enforcement Directorate, #investigation, #byjus

আরো দেখুন