← রাজ্য বিভাগে ফিরে যান
আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানাল হাওয়া অফিস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে উত্তুরে বাতাসের অবাধ প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছিল। শনিবার থেকে উত্তরে ঠান্ডা হাওয়া অবাধভাবে ঢুকতে শুরু করেছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। এর অন্যতম কারণ মনে করা হচ্ছে এল নিনো। এই এল নিনো শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদও নিম্নমুখী। দার্জিলিং ছাড়া অন্য কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মরশুমের প্রথম তুষারপাত হয়েছে দার্জিলিঙে। পাহাড়ে ভিড় বেড়েছে পর্যটকদের। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা নেই। থাকবে শীতের আমেজ।