← রাজ্য বিভাগে ফিরে যান
জেনে নিন আজ রাজ্যে কেমন পড়বে ঠান্ডা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর-পশ্চিমের বাতাস বইবে যার ফলে আগামী শনিবার পর্যন্ত শীতের স্পেল থাকবে রাজ্যে। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে।
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। রাজ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।