← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে কনকনে ঠান্ডা, শীতে কাঁপছে গোটা বাংলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই কনকনে ঠান্ডা বাড়ছে। রাতের দিকের তাপমাত্রা কমেছে অনেকটাই।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শীতের এই দাপট চলবে আগামী ৬ দিন। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা কম এই ক’দিন।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে ঠান্ডা বাতাস। সেই বাতাস শুষ্ক ও শীতল। তারই প্রভাবে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি নীচে। শীতের এই স্পেল চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।