← রাজ্য বিভাগে ফিরে যান
তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বড়দিনের আগে ভোলবদল আবহাওয়ার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকতে পারে। বড়দিন ও বর্ষবরণের আগে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বছর শেষের আগেই ঘনিয়ে আসছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার ফলে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে।
উত্তরবঙ্গের জন্য সুখবরের কথা শোনাল আবহাওয়া দপ্তর। মৌসম ভবন সূত্রের খবর, বড়দিন থেকে টানা তিন দিন উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। দার্জিলিংয়ে বৃষ্টি বা হালকা তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। ২৯ তারিখের পর থেকে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন ১ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। জাঁকিয়ে শীত আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই থাকছেনা।