রাজ্য বিভাগে ফিরে যান

নজরে চব্বিশ, শাহ-নাড্ডা বাংলায় এসে গড়লেন পনের জনের কমিটি

December 26, 2023 | < 1 min read

নজরে চব্বিশ, শাহ-নাড্ডা বাংলায় এসে গড়লেন পনের জনের কমিটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে শহরে এসে পনের জনের কমিটি গড়লেন অমিত শাহ। সোমবার রাতে রাজ্যে এসেছেন শাহ ও নাড্ডা। মঙ্গলবার বিকেলে ঘোষিত হল পনের জনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। লোকসভা ভোটের ব্যবস্থাপনার জন্যই কমিটি গড়ে দিয়েছেন নাড্ডা ও শাহ। কমিটিতে অমিত শাহ ও জেপি নাড্ডা ও দিল্লির চার জন পর্যবেক্ষক থাকবেন।

দিলীপ ঘোষ ছাড়াও কমিটিতে থাকছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় মাহাত, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী প্রমুখ। দিল্লির চার জন পর্যবেক্ষক হলেন, অমিত মালব্য, সুনীল বনশল, আশা লাকড়া এবং মঙ্গল পাণ্ডে।

কমিটির পাঁচজন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন, লকেট চ্যাটার্জী, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত এবং দীপক বর্মন।

TwitterFacebookWhatsAppEmailShare

#sukanta majumder, #Agnimitra Pal, #Amit shah, #bjp, #JP Nadda, #BJP West Bengal, #Locket Chatterjee

আরো দেখুন