রাজ্য বিভাগে ফিরে যান

ঝঞ্ঝা কাঁটায় ফের ‘শীতের মরীচিকা’! সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে বঙ্গ?

January 5, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতপ্রেমীদের জন্য সুখবর। জানা যাচ্ছে, আগামী ১০ জানুয়ারি থেকে ফের একবার শীতের নয়া ইনিংস শুরু হতে চলেছে। অন্যদিকে আজ শুক্রবার থেকে রবিবার টানা তিন দিন হালকা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। আজ ও কাল যথাক্রমে শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে হতে পারে এই বৃষ্টিপাত। রবিবার পর্যন্ত একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দার্জিলিঙে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। বাকি সাতটি জেলায় যথাক্রমে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আজ কলকাতায় সকালের দিকে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশার প্রভাব থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি আশপাশে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Rain, #Cold, #Weather Update

আরো দেখুন