রাজ্য বিভাগে ফিরে যান

আজ DYFI-র ডাকে ব্রিগেড, মাঠ ভরা নিয়ে চিন্তায় বাম শিবির?

January 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় তিন বছর পর ব্রিগেড সমাবেশ বামেদের, তবে এবার আয়োজনে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। কিন্তু দুই প্রশ্নে কার্যত ধন্দে বাম নেতৃত্ব। প্রথমত, মাঠ ভর্তি হবে তো? অন্যদিকে, মাঠ ভরলেও ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে?

সাম্প্রতিক কয়েকটি বছরে ব্রিগেড ভরলেও, তার প্রতিফলন চোখে পড়েনি বামেদের ভোট বাক্সে। এই আবহে লোকসভা ভোটের আগে ব্রিগেড ভরাতে মরিয়া গোটা বাম শিবির। নামে দলের যুব সংগঠনের ব্রিগেড হলেও আসরে নেমেছে গেটা সিপিএম পার্টি। যুবদের ব্রিগেড হলেও দলের সমস্ত শাখা শ্রমিক, কৃষক, মহিলাদের ভিড় জমানোর নিদান দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।

৩২ ফুট বাই ২৪ ফুটের মূল মঞ্চ তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে আরও দুটি ৪০ বাই ৪০ ফুটের মঞ্চ। এবারে মাঠের জায়গাটা কিছুটা ছোট করা হয়েছে। মঞ্চ পার্কস্ট্রিটের দিকে, মুখ রয়েছে ভিক্টোরিয়া হাউসের দিকে। উত্তরবঙ্গের কর্মী, সমর্থকরা শনিবার রাতেই কলকাতায় চলে এসেছেন বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে কর্মীরা সকালে আসতে আরম্ভ করেছেন। ভিনরাজ্য থেকেও কর্মীরা জড়ো হবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু সিপিএমের চিন্তা একটাই, ‘মাঠ ভর্তি হবে তো?’

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #DYFI, #brigade

আরো দেখুন