চব্বিশে দক্ষিণ কলকাতা থেকে BJP প্রার্থী হচ্ছেন ভিক্টর ব্যানার্জী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রক্তবীজ-র মাধ্যমে মূল ধারার বাংলা চলচ্চিত্রে কামব্যাক করেছেন ভিক্টর ব্যানার্জী। শোনা যাচ্ছে, এবার তাঁকেই দক্ষিণ কলকাতা আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতে পারে বিজেপি।
৩১ ডিসেম্বর সংঘের প্রধান মোহন ভাগবত ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। মোহন ভাগবতের সফর ঘিরে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। তবে কি গেরুয়া শিবিরের তারকা প্রার্থী হবেন অভিনেতা? ঘরে-বাইরের নিখিল বা লাঠির অতীন্দ্রমোহন বা একান্ত আপনের রণবীর এবার কি জয় শ্রী রাম বলে স্লোগান দেবেন?
ভিক্টরের সঙ্গে বিজেপির যোগ আজকের নয়। বাজপেয়ী আমলে ১৯৯১ সালে কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে গেরুয়া টিকিটে প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেই অর্থে রাজ্য বিজেপির প্রথম তারকা প্রার্থী ছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি ভিক্টর। ওই কেন্দ্র থেকে জয়ী হন দেবী পাল, প্রাপ্ত ভোটের নিরিখে ভিক্টর শেষ করেন তৃতীয় স্থানে। তখন রাজ্য বিজেপির দায়িত্ব সমালাচ্ছিলেন জুলু মুখার্জী (সত্যব্রত মুখোপাধ্যায়), তপন শিকদাররা।
শুধু তাই নয়, শোনা যায়; সংঘের সঙ্গেও ভিক্টরের যোগসূত্র ছিল। সংঘের শাখা-সংগঠন সংস্কার ভারতীর রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন অভিনেতা। ভিক্টরকে গত বছর কেন্দ্রীয় সরকার পদ্মভূষণ সম্মান দেয়। তারপর সদ্য সমাপ্ত বছরের শেষে দিনে তাঁর বাড়িতে সংঘ প্রধানের যাওয়া, সব মিলিয়ে ভিক্টরের গেরুয়া টিকিটে প্রার্থী হাওয়ার জল্পনা উসকে উঠেছে।