রাজ্য বিভাগে ফিরে যান

ফের আবহাওয়ার ভোল বদল! হাড়হিম করা শীত কি ফিরবে বাংলায়?

January 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভরা মাঘে সকালের দিকে মিঠে রোদ, বেলা গড়াতেই শীতের হালকা শিরশিরানি, এই সময়ের অন্যতম চেনা ছবি। তবে সপ্তাহান্তে ফের আবহাওয়ায় বড়সড় ভোল বদল হতে পারে। জেনে নিন কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের রেশ কিছুটা কমই থাকবে। অন্য দিকে, উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস। দার্জিলিঙে শনিবার এবং রবিবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। আজ শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পঙেও।

আজ শনিবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এই ক’দিন। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal, #Weather forecast, #Rain, #Cold

আরো দেখুন