দেশ বিভাগে ফিরে যান

পাঠ্যক্রমে ডেটিং শেখানো হবে? পড়ার বইতে থাকবে ক্রাশকে নিয়েও অধ্যায়!

February 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বইতে থাকছে ডেটিং নিয়ে অধ্যায়! খাতায়-কলমে শেখানো হবে ডেটিং? হ্যাঁ, ঠিকই পড়ছেন। স্কুল পড়ুয়াদের এবার পড়তে হবে ডেটিং নিয়ে। বইতে থাকবে ডেটিং এবং সম্পর্ক নিয়ে অধ্যায়। সিবিএসসি মাধ্যমের নবম শ্রেণির শিক্ষার্থীদের ডেটিং এবং সম্পর্ক নিয়ে পড়তে হবে। বিশেষ বন্ধু, ক্রাশের মতো বিষয়গুলো নিয়েও নানান অধ্যায় থাকছে।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক নেটিজেন বই থেকে ওই অধ্যায়ের একটি পৃষ্ঠার ছবি শেয়ার করেছেন।
ভারতে ডেটিং, ক্রাশ এবং সম্পর্কের মতো বিষয়গুলো নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলা হয় না, বা অনেকেই গোপন রাখে। এ বিষয়গুলি নিয়ে পরামর্শের জন্য ইন্টারনেট এবং বন্ধুদের কাছে সাহায্য চায়। এবার পড়ুয়াদের সুবিধার জন্য পাঠ্য বইতেই ডেটিং, ক্রাশ নিয়ে নানান অধ্যায় রাখা হয়েছে। সিবিএসসির নবম শ্রেণির পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করায় বেশ কয়েকজন নেটিজেন অধ্যায়গুলি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেউ বলেছেন, এটি ভাল পদক্ষেপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#love, #Romance, #dating, #CBSE, #Syllabus, #Crush, #Chapters

আরো দেখুন