← রাজ্য বিভাগে ফিরে যান
চোপড়ায় চার শিশুর মৃত্যু, প্রশ্ন উঠছে BSF-এর ভূমিকা নিয়ে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মাটি খুঁড়ে গভীর ড্রেন করছিল বিএসএফ। এই নিকাশি ব্যবস্থার কাজ চলাকালীন মাটি ধ্বসে চার শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছে এলাকায়। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষনা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে এলাকায়। একইসঙ্গে এই ঘটনার জন্য বিএসএফের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা এবং বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার রাজ্যপালের সঙ্গেও সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল সূত্রে খবর, রাজপালের কাছে চোপড়ায় যাওয়ার আবেদন জানাবেন তৃণমূলের প্রতিনিধিরা।