রাজ্য বিভাগে ফিরে যান

বন্দিদের হাতে তৈরি বড়ি, মধু, তেলের চাহিদা বাড়ছে

February 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের বিভিন্ন মেলায় সংশোধনাগারের বন্দিদের হাতে তৈরি ডালের বড়ি, ঘানির সরষের তেল, মধু ও মাশরুম প্রচুর পরিমানে বিক্রি হচ্ছে। ফলে উৎসাহিত হয়ে বন্দিরা ওই দ্রব্য আরও বেশি মাত্রায় তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে।

কারাদপ্তর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন বন্দিদের হাতে তৈরি নানা সামগ্রী বিক্রিতে ইতিমধ্যেই সাফল্য এসেছে। শুধু তাই নয়, যারা জেলের চার দেওয়ালের মধ্যে থেকেও এই ধরনের কাজে অন্য বন্দিদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে নানাভাবে সহযোগিতা করেছেন তাঁদের পুরস্কৃতও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Oil, #prisoners, #honey, #jail, #handmade pills

আরো দেখুন