বিনোদন বিভাগে ফিরে যান

মুক্তি আসন্ন ‘সাদা রঙের পৃথিবী’র, কী জানাচ্ছেন ছবির অভিনেত্রী শ্রাবন্তী?

February 20, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজর্ষি দে-র (Raajhorshee De) ছবি ‘সাদা রঙের পৃথিবী’ (Sada Ronger Prithibi) সদ্যই মুক্তি পাবে। গঙ্গা ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজীব্য।

ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ‘শিবানী’ ও ‘ভবানী’ দুই চরিত্র, অর্থাৎ দ্বৈত সত্তায় অভিনেত্রী।

বেনারসের গঙ্গার আশপাশে ছবির বেশিরভাগ শুটিং হয়েছে।

বেনারস বা বৃন্দাবনে বসবাসকারী বিধবাদের জীবনযাপন নিয়েই ছবি। বিধবা পাচারের দুষ্টচক্রের কথাও উঠে এসেছে ছবিতে।

শ্রাবন্তী বলছেন, শিবানী সমাজকর্মী। ভবানীকে নিয়ে কিছু বলতে চাননি অভিনেত্রী।

তিনি আরও জানান, একসঙ্গে দুটো চরিত্রে অভিনয় নিয়ে ভয়ে ভয়ে ছিলেন প্রথমে।

শিবানী-ভবানীকে চ্যালেঞ্জিং চরিত্রই বলছেন অভিনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sada Ronger Prithibi, #Raajhorshee De, #Bengali Movie, #Srabanti Chatterjee

আরো দেখুন