মুক্তি আসন্ন ‘সাদা রঙের পৃথিবী’র, কী জানাচ্ছেন ছবির অভিনেত্রী শ্রাবন্তী?
February 20, 2024 | 2min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজর্ষি দে-র (Raajhorshee De) ছবি ‘সাদা রঙের পৃথিবী’ (Sada Ronger Prithibi) সদ্যই মুক্তি পাবে। গঙ্গা ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজীব্য।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ‘শিবানী’ ও ‘ভবানী’ দুই চরিত্র, অর্থাৎ দ্বৈত সত্তায় অভিনেত্রী।