রাজ্য বিভাগে ফিরে যান

খালিস্তানি বিতর্ক: BJP-র বিরুদ্ধে পথে বর্ধমান গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি

February 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপির তরফে পাগড়ি পরা আইপিএস আধিকারিককে খলিস্তানি মন্তব্য করার বিরুদ্ধে পথে নেমেছেন শিখ সম্প্রদায়ের মানুষ। অভিযোগের তীর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। অমৃতসরের গুরুদ্বার, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পর এবার পথে নামলেন বর্ধমানের শিখ সম্প্রদায়ের মানুষজন।

বুধবার সন্ধ্যায় কার্জনগেটে ‘বর্ধমান গুরুদোয়ারা প্রবন্ধক’ কমিটির ব্যানারে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে শিখ সম্প্রদায়ের মানুষেরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিলেন। দেশে কোনও সমস্যা হলে সবার আগে তাঁরা এগিয়ে আসেন। সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। তারপরেও শিখ সম্প্রদায়েকে বারবার আক্রমণ করা হচ্ছে। আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। তাঁদের দাবি, বিজেপি নেতারা যতক্ষণ না ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। প্রসঙ্গত, বিজেপি নেতাদের এহেন মন্তব্যের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিখ সম্প্রদায়ের মানুষজন আন্দোলনে নেমেছেন। গোটা দেশের নানান প্রান্তেও আন্দোলন হচ্ছে। কলকাতাতেও আন্দোলন চলছে, রাজ্য বিজেপির কার্যালয়ের সামনে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #khalistani, #Gurudwara committee, #Bardhaman, #Controversy

আরো দেখুন