পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

আষাঢ়ে নয়, এখানে রথযাত্রা পালিত হয় মাঘী পূর্ণিমায়

February 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আষাঢ় নয়, মাঘ মাসের রথ। হ্যাঁ ধনেখালির কাঁকড়াখুলিতে হয় অকাল রথযাত্রা। প্রায় ৫০ বছর আগে এই উৎসবের প্রচলন হয়েছিল। তবে তা দশ বছর চলার পর বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। ২০১৯ সাল থেকে ফের শুরু হয়। আগে বাঁশের তৈরি ছোট্ট একটি রথ ছিল। তারপর পলাশী থেকে লোহার তৈরি রথ তৈরি করে নিয়ে আসা হয়। রথে অবস্থান করেন রাধাকৃষ্ণ।

শনিবার মাঘী পূর্ণিমা তিথিতে অসময়ের এই রথযাত্রা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হন। আষাঢ় মাসের পরিবর্তে বসন্তে হয় এই রথযাত্রা। মেলা চলে আট দিন। জিলিপি, পাঁপড় ভাজার বেশ কদর। গ্রামীণ মেলায় যা কিছু থাকে সবই থাকে এখানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#rath jatra, #Maghi Purnima, #KAKRAKHULI, #West Bengal, #Festival

আরো দেখুন