কলকাতা বিভাগে ফিরে যান

বসন্তে রঙিন বইপাড়া, কলেজ স্ট্রিট চত্বরে শুরু ‘বসন্ত উৎসব ও বইমেলা’

March 7, 2024 | < 1 min read

বসন্তে রঙিন বইপাড়া, কলেজ স্ট্রিট চত্বরে শুরু ‘বসন্ত উৎসব ও বইমেলা’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বসন্তে রঙিন বইপাড়াও, কলেজ স্ট্রিট চত্বরে শুরু হল ‘বসন্ত উৎসব ও বইমেলা’।
এমন আয়োজন এই প্রথম। আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হওয়ার এক মাসের মধ্যেই, বুধবার বিকেলে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে শুরু হয়েছে নয়া এই মেলা। আগামী ১২ মার্চ পর্যন্ত তা চলবে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড রয়েছে মেলার সহযোগী হিসেবে।

বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উদ্বোধনের আগে রবীন্দ্রনৃত্যের সঙ্গে আবির খেলা হয়। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়-সহ একঝাঁক সাহিত্যিক এদিন উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, মেলা আরও এগিয়ে যাবে। মেলায় ৬০টি স্টল রয়েছে। বিদ্যাসাগর উদ্যানের চারপাশে সেজে উঠেছে স্টলগুলি। বইপাড়ায় এই বইমেলা পাঠকদের অন্য স্বাদ দেবে বলেই আশাবাদী উদ্যোগক্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#college street, #Boipara, #Book Fair

আরো দেখুন