রাজ্য বিভাগে ফিরে যান

তীব্র দাবদাহে পুড়বে বাংলা? জানুন কবে থেকে

March 9, 2024 | < 1 min read

তীব্র দাবদাহে পুড়বে বাংলা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় রোদ ঝলমলে আকাশ দিয়ে শুরু হল শনিবারের সকাল। হাল্কা ঠান্ডা ভাব ছিলো ভোরের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিনে কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে বাড়তে থাকবে দিনের তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে শুক্রবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update, #Weather, #Summer

আরো দেখুন