রাজ্য বিভাগে ফিরে যান

প্রথম দফায় ১৬টি আসনে বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা, কোন আসনে কে লড়ছেন?

March 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু লোকসভা নির্বাচনে প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন। এর মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি।

একনজরে বামেদের প্রার্থী তালিকা-


কোচবিহার- নীতিশচন্দ্র রায় (ফরওয়ার্ডব্লক)
জলপাইগুড়ি- দেবরাজ বর্মন
বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)
কৃষ্ণনগর- এস এম শালি
দমদম- সুজন চক্রবর্তী
যাদবপুর- সৃজন ভট্টাচার্য
কলকাতা দক্ষিণ- সায়েরা শাহ হালিম
হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায়
শ্রীরামপুর- দীপ্সিতা ধর
হুগলি- মনোজিৎ ঘোষ
তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায়
মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিআই)
বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত
বিষ্ণুপুর- শীতল কৈবর্ত
বর্ধমান পূর্ব- নীরব খান
আসানসোল- জাহানারা খান

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Left Front, #Cpim, #Loksabha Elections, #loksabha elections 2024

আরো দেখুন